Mission & Vision of Bangla

Mission & Vision


লক্ষ্য (Vision): 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ জ্ঞানসৃষ্টি ও মুক্তবুদ্ধি চর্চার সূতিকাগার। বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ জ্ঞানচর্চার মাধ্যমে এই বিভাগ মানবিক মূল্যবোধসম্পন্ন পরিশীলিত সুনাগরিক ও দক্ষ জনশক্তি সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করে।

উদ্দেশ্য (Mission):

বাঙালির ইতিহাস, সমকালের প্রতীতি ও জীবন-দর্শনকে অন্বয় করে গড়ে ওঠা বাংলা ভাষা ও সাহিত্যের একটি প্রায়োগিক ক্ষেত্রনির্মাণে কমপদ্ধতি গ্রহণ করা হবে।
এ কর্মপরিধির আওতায় রয়েছে্-

  • শাণিত বোধ নির্মাণের লক্ষ্যে সাহিত্যচর্চার সুযোগ সৃষ্টি, সৃজনশীলতার বিকাশ ও উপযুক্ত সাহিত্য-মানস গঠন।
  • সাহিত্যকে নবতর দৃষ্টিকোন থেকে পর্যবেক্ষণ করে বিচিত চিন্তার অবতারণা করা।
  • তত্ত্বীয় জ্ঞান, প্রায়োগিক জ্ঞান ও গবেষণালব্ধ জ্ঞানের সমন্বয়ে নির্মিত সুসংবদ্ধ জ্ঞানের জগতে শিক্ষার্থীর বিচরণের পথকে সুগম করা।
  • সামাজিকীরণ প্রক্রিয়ায় মননশীল ব্যক্তিমানস নির্মিতি ও বিশ্বের সমান্তরালে এগিয়ে যাবার জন্য শিক্ষার্থীর অন্তর্নিহিত শক্তির স্ফূরণে অনুঘটকের যোগান দেয়া।
  • সমকালীন ও সাম্প্রতিক উন্নয়ন ধারণার মাধ্যমে নিজস্ব কর্মদক্ষতা প্রয়োগ করে দেশ ও জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য যোগ্য করে তোলা।